মরুর দুলাল কামলিওয়ালা ঘুমায় মদিনায় 
দেখো কত হাজি গিয়ে সেতায় সালামও জানায় 

ধন্য তুমি ও মদিনার জন্য তোমার মাটি 

তোমার বুকে জ্বলছে আজি খোদার নূরের বাতি 

ও সেই নুরের আলোয় নূরানীতো হলো যে দড়ায়।


*আরবের মক্কা ভূমির অলি ও গলি 
মনবাড়িয়া মাখছে আমার নবীর পায়ের দুলি
যাকে মক্কা বাসি ভালোবেসে আল আমিন বলায়।
মরুর দুলাল কামলিওয়ালা ঘুমায় মদিনায়