ক্ষমা করো আমি গুনাহগার কথা, সুর ও শিল্পী: আব্দুল ওয়াদুদ দয়া করো আমি গুনাহগার আল্লাহ পরোয়ার ক্ষমা করো আমি গুনাহগার তোমার দয়া ছাড়া আমি কেমনে হবো পার মাবুদ পরোয়ার ক্ষমা করো আমি গুনাহগার সারা জীবন করলাম মাবুদ তোমার নাফরমানি না মানিলাম তোমার হুকুম ব্যর্থ জীবনখানি (আমার) দুহাত তুলে চাইছি ক্ষমা তোমারই দরবার (মাবুদ পরোয়ার) এই দুনিয়ার মিছে মায়ায় দ্বীন করিলাম পর কি হলতে থাকবো আমি অন্ধকার কবর (হায়রে) তুমি যদি না দাও পানাহ কোথায় যাবো আর (মাবুদ পরোয়ার) পুন্য খাতা শুন্য আমার নাইযে কিছুই নাই তোমার দয়ার পানে মাবুদ ফিরে ফিরে চাই (আমি) জানি তুমি দয়ার সাগর গাফুরও গাফফার (মাবুদ পরোয়ার)
0 Comments