আমি কি করে জানাবো আমার আল্লাহর শুকরিয়া
শুকরিয়া
আমি গুনাগার তবু দেখি তার কি যে রহম দরিয়া
আমি কি করে জানাবো আমার আল্লাহর শুকরিয়া
আমি ভয় পেয়েছি থমকে গেছি ভেবেছিনই নিঃশেষ
ভুলে গেছি আল্লাহ তোমার রহমত হয় না শেষ।
হোকনা সাগর উওাল যত তোমার দয়ায় বিরত
ডুবু ডুবু এই তরি বাওয়া।
আমি চেয়ে দেখি রাতগুলোকি ভয়াল রকম কালো
আদার সারাওও রাত যে পুহাও
তুমি জালো আলো
হাজার ভুলের সড়ক বেয়ে কাদি মাওলা ভিক্ষা চেয়ে
রেখো তোমার করুনায় চাওয়া
কি করে জানাবো আমার আল্লাহর শুকরিয়া
0 Comments