এক বার আমাকে দেখাও দয়াল কাবা মাদিনা


এই মন জুড়াবে মনে কোন দুঃখ রবে না।।

দিলের মাঝে এই বাসনা

আর কিছু চাই না।।

জিবনে একবার যেতে চাই সোনার মাদিনা

মাদিনা মাদিনা মাদিনা মাদিনা মাদিনা মাদিনা মাদিনা মাদিনা ওও।।

তুমি আছো সুয়ে নাবী দুর আরবের মাদিনায়।

তোমায় দেখার আশায় এমন বারে বারে ছুটে যাই ।।

তোমার লাগে কান্দে পরান।।।

মন যে মানে না

জিবনে একবার যেতে চাই সোনার মাদিনা। ঐ

কত আশা ছিলো মনে যাবো মক্কা মাদিনা

কবুল করো ওগো প্রভু আমার মনের বাসনা

তোমার কাছে এই মিনতি।।।

ওহে রাব্বনা

জিবনে একবার যেতে চাই সোনার মাদিনা