আমার স্বপনে দেখা দাও একবার
ওগো নবী তোমা এ গোলাম বেকারার
গুনাহ সাগরে আমি হাবুডুবু খাই
ব্যতীত হৃদয়ে মদিনার প্রাণে চাই
কবে আমি পাব ওগো দিদার তোমার
ওগো নবী তোমা এ গোলাম বেকারার
তোমার দিদারে হলো ধন্য কত
আশায় আশায় কাঁদি অবিরত
গুনাগার হলেওত উম্মত তোমার
ওগো নবী তোমার এ গোলাম বেকারার
চুমিবে গোলাম ওই নূরানী কদম
শয়নে স্বপনে চাওয়া নাযরে করম
দিদারে মিটাও যত বেদনা আমার
ওগো নবী তোমার এ গোলাম বেকারার
0 Comments