১/খুজিনা তোমার আর পরিচয় আশেকে রাসুল হলে

তোমার বুকের আগুন তবেই আমার বুকে জলে 

পৃথিবীর  থাকো প্রান্তেই থাকো প্রাণ বাধা এক শুতয়

সুন্নীয়তের নিশান আমরা উড়াবো বিশ্ব  ময়।

জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 


প্রাণের ঊর্ধ্বে আমরা গাই যে রাসূলে পাকের শান

 রাসুলে খোদার দুশমন ভেঙ্গে করে দেই খান খান

জীবন সাপেছি কদমে যে তার মরন কিসের ভয়

সুন্নিয়তের নিশান আমরা উড়াবো বিশ্বময় জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ

রাসুলের শান সইতে পারে না ইবলিশ শয়তান 

ইবলিসি জ্বরে তাই কেপে মরে মুনাফিক বেঈমান

ঈমান মানেই হুব্বে রাসুল রেখো নিশ্চয়ই 

সুন্নিয়তের নিশান আমরা উড়াবো বিশ্বময় 

জিন্দাবাদ জিন্দাবাদ 

যেখানেই থাকো উন্নত রেখো নবীজির সুন্নত 

আশেকে রাসুল এক পরিচয় মিলাও রে হাতে হাত 

ভেদাভেদ ভুলে এক হয়ে দেখো এক হয়ে দেখো হবেই হবেরে জয় 

নিয়তের নিশান আমরা উড়াবো  বিশ্বময়

 জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ