মসজিদের পালকি দুয়ারে খারা গো আমারে সাজাও তারাতারি ।


বড়ই পাতা গরম জলে আনো সিদ্ধ করি

দাওরে আমায় আমি আমার জন্মের গোসল করি গো
আমায় সাজাও তাড়াতাড়ি 

মসজিদের পালকি দুয়ারে খারা গো আমারে সাজাও তারাতারি ।


বাজার নাহি করতে গেলেন আমরার ও বাজারি
আইছনি বা বাজারি লইয়া নতুন শাড়ি গো

আমায় সাজাও তাড়াতাড়ি 

মসজিদের পালকি দুয়ারে কারা গো আমায় সাজাও তাড়াতাড়ি

আমার মওতের খবর শুনে যদি আসইন আড়িপরি

তারারে  বুঝাইয়া কইও যাইতাম আপন বাড়ি গো

 আমায় সাজাও তাড়াতাড়ি 

মসজিদের পালকি দুয়ারে কারা গো আমায় সাজাও তাড়াতাড়ি