প্রেমের ভিখারি 

আমি তোমার প্রেমের ভিখারী ইয়া রাসুল আল্লাহ 
আমি তোমার প্রেমের ভিখারি 

তোমারি প্রেমের গো রাসুল নাই যে তুলনা 
নাই যে তুলোনা গো রাসুল নাই যে তুলনা 
তোমার প্রেমে জিন্দা হইল উস্তূনে হান্নানা।
ইয়া রাসুল আল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি 

তোমারি প্রেমেতে আমার কলিজা আঙ্গার 
কলিজা আঙ্গার গো রাসুল কলিজা আঙ্গার
দেখা দিয়া শান্ত কর ছাকিয়ে কাউসার 
ইয়া রাসুল আল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি। 

হিজাব উঠাও দিদার দেখাও ধন্য কর মরে
ধন্য কর মোরে গো রাসূল ধন্য কর মোরে 
তোমার দিদার বিহনে এ পরান যে বাচনা 
ইয়া রাসুল আল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি