ভালোবাসার জায়গা মাদিনা 
  ভালো লাগার জায়গা মদিনা 

মদিনা শরীফের নূরের কাজিনা 
আশিক বিনে অন্যে বোঝেনা।
ভালোবাসার জায়গা মদিনা 

একদিন কবরে যাব কেউ তো যাবে না 
যাবেন আমার শাহে মদিনা। 
ভালোবাসার জায়গা মদিনা 

যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না 
সুন্নতে অশান্তি মিলে না। 
ভালোবাসার জায়গা মাদিনা 

আমার জীবনে অনেক বেশি গুনাহ 
তাই হাবিবের কদম চড়বো না। 
নূর নবীজির কদম ছাড়বো না। 

ভালোবাসার জায়গা মাদিনা