সালাম সালাম নবী লিরিক্স
সালাম সালাম নবী
গীাতকার: আল্লামা কবি রুহুল খান
সালাম সালাম নবী সালাম সালাম নবী সালাম সালাম খােদার হাবীব লও হাজার সালাম
তব পাক নাম লেখা আরশের গায়
তব নূর হাসে রবি চাদ সিতারায়
খােদ খােদা ভেজে সদা সালাম তােমায়
যত হুর মালায়িক তব গান গায়
কুল মাখলুক মুখে তব পাক নাম ।
তাওরাত, ইঞ্জিল, জবুরে আজীম
ঘােষে তব যশঃগান তােমার তাজীম
ঈসা, মূসা শীষ, নূহ যত নবীকুল,
সবাই তা’রীফ করে তােমায় রাসুল
নিখিল ভূবনে তব আশিক তামাম ।
গােলামীর জিঞ্জির করে খান খান
শান্তির মুক্তির দিয়েছ সন্ধান
এতিমের, অনাথের দুঃস্থ জনের
সুজন সুহৃদ তুমি গণ-মানুষের
নাশিয়া বিভেদ এক করিলে তামাম।
রােজ মাহশারে তুমি শাফী সবাকার
মিজানে- সীরাতে তুমি ভরসা সবার
তােমার করুণা ছাড়া দোযখের নার
মাফ পেতে ওগাে প্রিয় কিছু নাই আর
চাই তব পাক হাতে কাওছার জাম ।
0 Comments