ইসলামী সঙ্গীত লিরিক্স


শামসুদ্দোহা আসসালাম

শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দোজা আসসালাম

নুরুল হুদা আসসালাম, আসসালাম।।


তোমার দরুদ পড়ে আল্লা'তালা

ফেরেশতাকুল গাহে সাল্লে আলা

নিখিল সৃষ্টি তব পাক কদমে

ভেজে দরূদ সালাম।।


সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর

বদন চন্দ্র হতে উজ্জ্বলতর

মিশক আম্বর হতে সুবাস অধিক

তব তনুর ঘাম।।


আরশে আলায় গেলে মিরাজ রাতে

মধুর মিলন হল খোদার সাথে

লভিয়া তোমার পূত চরণ ধূলি

ধন্য আরশ মকাম।।


খন্ডিত হল চাঁদ ইঙ্গিতে কর

হুকুমে কালেমা পড়ে মুর্দা পাথর

নবীরা নাজাত পেল ঘোর বিপদে

লয়ে তোমার নাম।।


সব নবী রাসূলের তুমি সরদার

সৃষ্টির মাঝে নাই মিছাল তোমার

খোদার পরেই ওগো হাবীব খোদার

তোমার উচ্চ মকাম।।


নাশি ঘোর কুফরির তিমির আঁধার

পৌঁছিলে দিকে দিকে নাম আল্লার

মত্ত করিলে সবে ইশকে খোদায়

দানি তৌহিদ জাম।।


পয়গাম শুনাইলে চির শান্তির

দিলে গোমরাহে দিশা মহামুক্তির

পেল আজাদীর স্বাদ নতুন করে

বিশ্ব- বন্দী তামাম।।


ভীষন বিপদকালে রোজে মাহশার

অগো নবী তুমি ছাড়া নাই শাফী আর

তুমিই পিলাবে সাকী সেই তিয়াসায়

পূত কাওসার জাম।।


লওগো ডাকিয়া লও পাক মদীনায়

দাও ওগো ঠাঁই তব মুবারক পায়

পারে না বিচ্ছেদ ব্যথা সহিতে আর

প্রিয়- তব গোলাম।।