তুমি যে আমার  মুক্ত বাগানের ফুল
তোমায় নিয়ে করি ভাবনা জীবনটা চাই নির্ভুল।

নূরানী পরশ দাও মোরে মাদিনা যেন কত দূরে। পাখি হয়ে যেতে চাই উড়ে উড়ে ডানা দিত দুল
রাসূল তুমি যে আমার মুক্ত বাগানের ফুল 

ওই মদিনায় শুয়ে আছো তুমি আমার প্রানের মনি।
কি যে মমতা তোমার সুবাস ফুলচিরোবি কুল।
রাসেল তুমি যে আমার মুক্ত বাগানের ফুল।