আমি লিখব চিঠি দেবো তোমায়
আমি লিখব চিঠি দেবো তোমায়
পাখি পৌঁছে দিও রোজায়।
আমি থাকবো বসে এই আশায়
চিঠির উত্তর আসবে আমার গায়
আমি লিখব...
কবে আসবে মদিনার পয়গাম
গায়ে বাঁধবো হাজিদের এহরাম
আমি ঘুরবো মদিনার চারিপাশ
দু চোখে দেখবো সবুজে গুমবাদ
আমি..
তৃষ্ণায় কাতর আমার এই মন
তৃষ্ণা মিটাবে খুব জমজম।
সে পানি মাকবো আমি সারা গায়
পাখি পৌঁছে দিয় রওজায়
আমি লিখবো চিঠি দেবো তোমায়
পাখি পৌঁছে দিও রওজায়।
চিঠির উত্তর যদি গো না পাই
এ জীবন মরণ সবি যে বৃথাই
যে প্রেমের চাদর ওয়াইসকুরোনির গায়
সে প্রেম নসিব কর গো আমায়
আমি লিখব চিঠি দেবো তোমায় পাখি পৌঁছে দিও রওজায়
0 Comments