আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নুরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা।

দয়াল নবীর আশিক যারা 
হিরা মুক্তা চায়না তারা গো
তাকে সদায় মাতোয়ারা 
কখন হবো রওয়ানা।
নুরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা।

কে যাও তোমরা মদিনাতে 
সঙ্গে নিয়া যাইও মরেও
পাখি হইলে যাইতাম উরে 
দেখতে সোনার মদিনা 
নূরে জলমল ঝলমল করে সোনার মদিনা।

যে জন গেল সে জন দেখিলো
 মন ভরিয়া সালাম দিল গো
 আমি পাপী অপরাধী
 যাইতে আমি পারলাম না 
নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা।

হাজিগনে হজ করিয়া 
দেশে এসে কয় কানদিয়া গো
 মদিনা যে কত সুন্দর 
আশেকদের মন মানে না 
নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা।

আদম সাহাব উদ্দিন সদাই বলে 
মনে শুধু আশা জাগে গো 
মদিনা আমার জীবন মরণ 
মদিনা আমার সাধনা
 নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা।