দিনে রাইতে তোমারে বান্দার ক্বলবে যেন ফাই

ও আল্লাহ! রাইত ওইলে ডরাই, রাইত ফোয়াইলে ডর-ভয় সখলই ভূইলা যাই


আমি সৃষ্টি তুমি স্রস্টা, আমার কিবা সাধ্য

যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য 

সব ক্ষমতার প্রতিপাদ্য হরহামেশা গাই


আল্লাহ! কর্মবলে মর্মভূলে অসার কার্য করি 

রসে-রঙে বাইতে বাইতে অকুল গাঙে তরি

কুল ফিরাও দয়াল কান্ডারী ফারের মালিক শাই


আল্লাহ! ঘরের পানে ছাইনাগো, ছাইলে ছেতন হারায় তনে 

কিজানি কি হইবগো আমার শেষ বিছারের দিনে

ভেবে গায় পাগল-হাসানে ছিত্তে ক্ষমা ছাই।