নবীর দেশে জন্ম কেনো হলো না আমার...


চোখের ভিতর দুঃখের নদী 

কাঁদে বেকারার -নবীর দেশে জন্ম 

কেনো হলো না আমার-2-ঐ 


অক্ষমতা আমার দেহ পড়ে আছে দুরে

মন যে তবু প্রতিদিনই আরবে যায় উড়ে-2

মনে মনে কাবার তওয়াফ

করি হাজার বার - ঐ


মদিনাতে ঘুরে বেড়ায়, পাখি হয়ে হয়ে

মাদিনাকে বুকে জড়ায় চুমু খেয়ে খেয়ে-2

তবুও মনে জাগে নদী বিরহ ব্যথার -ঐ


শিল্পী তাওহীদ জামিল কলরব শিল্পীগোষ্ঠী