ও হাওয়া তুই আমায় বলে যা
কোন শুধুরে নবীর রওজা
সবুজ মিনার ছুঁয়ে এসে লাগিস আমার গায়
পারছিনারে যেতে আমি সোনার মদিনায়
তরপরশে দে ভুলিয়ে আমার যন্ত্রণা।
কোন সাধুরে নবীর রওজা রে ।
কোন সুধুরে নবীর রওজা।
সঙ্গে করে যা নিয়ে তুই
আমার চোখের জল
আমার এ জল গড়াই যেনো নবীর চরণ তল
যারে বাতাস এই অধমের সালাম নিয়ে যা।
কোন শুধুরে নবীর রওজা রে।
আশায় আশায় দিন যে কাটে
আসবে কবে ডাক
গোছাবো এই মনের জ্বালা গিয়ে রওজা পাক
তবেই জানি ঠান্ডা হবে আমার কলিজা।
কোন সুদুরে নবীর রওজা।
0 Comments