১/রহমাতাল্লিল আলামিন নবীজি রহমতেরি খাজিনা যার কদমের ছোঁয়া লেগে ইয়াসরিব হইলো মদিনা।
আল্লাহুম্মা সাল্লে আলা................
২/ আশেক হইয়া কাঁদি আমরা মাশুক সোনার মদিনা আশেকের মতো হইলে আশেক যায়বা সোনার মদিনা
আল্লাহুম্মা সাল্লে আলা...............
৩/প্রেমাগুনে জলে মরি ওহে আল্লাহ রব্বানা আমি যাহার প্রেমে পাগল সেতো সোনার মদিনা
আল্লাহুম্মা সাল্লে আলা...............
৪/ দিবানিশি মোনরে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী
যাইতাম সোনার মদিনা
আল্লাহুম্মা সাল্লে আলা...............
৫/ যার লাগিয়া কাঁদোরে মন সে তো সোনার মদিনা সপ্নে যোগে দেখতে পায়বা হলে তাহার দিওয়ানা
আল্লাহুম্মা সাল্লে আলা...............
৬/ মানুষ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুদ পাগল নবির জন্য নবি পাগল উম্মতের
আল্লাহুম্মা সাল্লে আলা...............
৭/। ফেরেস্তারা আসিয়া বলে আজকে মোদের খুশির দিন ধরার বুকে তাশরীফ আনলেন রহমাতাল্লিল আলামিন
আল্লাহুম্মা সাল্লে আলা...............
৮--সব নবীগন করে ফরিয়াদ ওহে আল্লাহ রব্বানা নবি না বানায়া শেষ নবীজির উম্মত মদের বানাও না
আল্লাহুম্মা সাল্লে আলা...............
৯/। ওগো আল্লাহ তোমার কাছে একটি ফরিয়াদ জানায় দয়া করে লওনা ডাকি ঐনা সোনার মদিনায়
আল্লাহুম্মা সাল্লে আলা...............
১০/নবীর জন্য যাদের মোন এই দুনিয়ায় কান্দেনা রোজ হাশরে ঐ পাপিরা নবির দেখা পায়বেনা
আল্লাহুম্মা সাল্লে আলা................
১১/-মদিনাতে শুয়ে আপনি মোদের দরুদ শুনতে পান কেমবে যাবো মদিনাতে সে পথ মোদের বলিয়া দেন
আল্লাহুম্মা সাল্লে আলা...............
১২// তুমি যে খোদার প্রিয় হাবিব তোমার তুল্য কেউ নেয় আর তোমার মতো আকাশ ভ্রমণ করিনি কোন পায়গোম্বার
আল্লাহুম্মা সাল্লে আলা................
১৩/-আরশের নিচে সেজদায় পড়ে কান্দেন নবী জারেজার মাফ করে দেও ওহে আল্লাহ উম্মাত আমার গুনাহগার
আল্লাহুম্মা সাল্লে আলা...............
(১৪)ধন্য ধন্য আমিনা বিবি ধন্য আপনার জিন্দেগী তোমার ঘরে জন্ম নিল আমার দয়ার নবিজি
আল্লাহুম্মা সাল্লে আলা...............
(১৫)নুর নবিজির নুরের ছায়াও জমিনেতে পড়তো না পশুপাখি সালাম দিতেন সাপ বিচ্ছুতে কাটিতো না
আল্লাহুম্মা সাল্লে আলা...............
(১৬)মানব দানব পশুপাখি আঠারো হাজার মাখলুকাত নবির দরুদ খোদার তাসবিহ পড়ে তারা দিবারাত
১৭--পশুপাখি সবাই বলে আজকে মোদের খুশির দিন ধরার বুকে তাশরিফ আনলেন রহমাতুল্লিল আলামীন
আল্লাহুম্মা সাল্লে আলা...............
আল্লাহুম্মা সাল্লে আলা...............
(১৮)কথাই আছেন দয়ার নবি আমাদের কে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই পাপের ধরায় বাঁচিয়া
আল্লাহুম্মা সাল্লে আলা...............
0 Comments