আমারি মউতের নিদানো কালে
তাকিয়ো নবিজী আমারো শিওরে
করিবো সালাম কদমও দরিয়া।
ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ
মুনকার নাকির আসিয়া ছাওয়াল করবেন বসাইয়া
দিয়োগো নবীজি পর্দা উড়াইয়া
দেখিবো তোমায় নয়নো ভরিয়া
পাই যদি নবিগো তোমারি দিদার
মরনের যাতনা থাকিবে না আমার
অন্ধকার কবরে থাকিবো একা
দয়া করিয়া দিওগো দেখা
কঠিন কবরে নিও পার করিয়া
দয়া করিয়া পিলাইয়ো কওছার
তোমারি নূরের ঝলক ও লাগিয়া
গেল যে মাবুদের পরিচয় হইয়া
তোমারি নূরে ভূবন উজালা
0 Comments