তোমার নবীর প্রেমে আমার মরন যেন হয়
তোমার কাছে এই মিনতি ওগো দয়া ময়
প্রতিদিন ঈমান নিয়ে মুখোমুখি হই
মুনাফিক প্রলোভন করে হইচই
গোমরাহী সুর তুলে করে মোহ ময়
তোমার কাছে এই মিনতি ওগো দয়াময়
দুর্গম পৃথিবীতে আঁকাবাঁকা পথ
ভ্রান্তিতে পূর্ণ কতশত মত
প্রতীকোনে মিথ্যার কি বিনাশী ডাক
নবী প্রেমে জলে সব চাই হয়ে যাক
ঈমান বাঁচাও প্রভু ওগো প্রেমময়
তোমার কাছে এই মিনতি ওগো দয়াময়
0 Comments